President in Sabarimala Temple | ইতিহাসে প্রথমবার, কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি!

Tuesday, May 6 2025, 12:53 pm
highlightKey Highlights

ইতিহাসে প্রথমবার ভারতের কোনও রাষ্ট্রপতি কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাচ্ছেন।


ইতিহাসে প্রথমবার ভারতের কোনও রাষ্ট্রপতি কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাচ্ছেন। ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে, আগামী ১৯ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু মন্দির পরিদর্শন করবেন। জানা গিয়েছে, আগামী ১৮ মে থেকে দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। প্রথমদিন অর্থাৎ ১৮ মে কোয়াট্টম জেলায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। পাম্পা বেস ক্যাম্প হয়ে তীর্থযাত্রীদের মতো ৪.২৫ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে যাবেন রাষ্ট্রপতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File