Israel | ২০ বছরে প্রথমবার, এবার ওয়েস্টবাঙ্কে ঢুকেও হামলা শুরু করলো ইজরায়েলি সেনা!
Wednesday, February 26 2025, 7:16 am

গত ২০ বছরে প্রথমবার ওয়েস্টবাঙ্কে ঢুকে হামলা শুরু করলো ইজরায়েল।
গত ২০ বছরে প্রথমবার ওয়েস্টবাঙ্কে ঢুকে হামলা শুরু করলো ইজরায়েল। ইতিমধ্যেই প্রাণভয়ে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। সূত্রে খবর, গত ২০ বছরে এই প্রথমবার সোমবার ওয়েস্টব্যাঙ্কে ঢোকে একের পর এক ইজরায়েলি ট্যাঙ্ক। অভিযোগ, নেতানিয়াহুর ফৌজের হামলায় নাকি ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন প্যালেস্তিনীয়। বলা বাহুল্য, ইজরায়েলে মূলত গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়ের বাস। এদিকে ইজরায়েলি সেনার দাবি, গাজা থেকে পালিয়ে হামাস সহ জেহাদ ও ইরানের মদতপুষ্ট অন্যান্য জঙ্গি সংগঠন আশ্রয় নিচ্ছে ওয়েস্টবাঙ্কেই।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- যুদ্ধ
- ইজরায়েল