Koel Mallick | '১০০ বছরে এই প্রথমবার মল্লিক বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না', কেন এমন সিদ্ধান্ত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের?

Wednesday, September 18 2024, 1:12 pm
Koel Mallick | '১০০ বছরে এই প্রথমবার মল্লিক বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না', কেন এমন সিদ্ধান্ত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের?
highlightKey Highlights

রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো। কিন্তু এবারের দুর্গাপুজো প্রতিবারের চেয়ে একটু ম্লান।


এক মাসও বাকি নেই দুর্গাপুজোর। কিন্তু 'তিলোত্তমা' ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে উৎসবের আবহ নেই কলকাতায়। এই পরিস্থিতিতে বড় ঘোষণা মল্লিক বাড়ির। অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো। কিন্তু এবারের দুর্গাপুজো প্রতিবারের চেয়ে একটু ম্লান। পুজোর চারটে দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে৷ তবে ১০০ বছরে এই প্রথমবার এই বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না। কেবল বাড়ির ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই নিয়ম মেনে পুজো হবে,উৎসব নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File