Mehul Choksi | শীঘ্রই দেশে আনা হবে মেহুল চোকসিকে! বেলজিয়াম যাচ্ছে CBI-ED-বিদেশ মন্ত্রকের বিশেষ টিম!
Tuesday, April 15 2025, 8:07 am
Key Highlightsপলাতক ওই ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে ভারত।
ভারত সরকারের আবেদনের পরই বেলজিয়ামে গ্রেফতার হয়েছেন ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসি। এবার পলাতক ওই ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে ভারত। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই CBI, ED, বিদেশ মন্ত্রকের আধিকারিক এবং কিছু আইন বিশেষজ্ঞদের নিয়ে তৈরি ছয় জনের একটি টিম বেলজিয়াম যাবে। এই বিশেষ টিম মেহুল চোকসিকে দেশে প্রত্যর্পণের জন্য যাবতীয় প্রক্রিয়ার তদারকি করবে। তৈরি করবে প্রয়োজনীয় নথিপত্র। বর্তমানে বেলজিয়ামের জেলে রয়েছেন মেহুল চোকসি।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- ব্যবসায়ী
- মেহুল চোকসি
- বেলজিয়াম
- সিবিআই
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- আর্থিক প্রতারণা
- প্রতারণা

