আগামী ৩১শে ডিসেম্বর আধার ও রেশন কার্ড যুক্তের প্রক্রিয়া শেষ, নির্দেশ কেন্দ্রের
Wednesday, December 9 2020, 7:59 am

আগামী ৩১শে ডিসেম্বর-এর মধ্যে সকলের আধার কার্ডের সাথে রেশন বা খাদ্য সাথী কার্ড সংযুক্তিকরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানিয়েছে যে এই স্বল্প সময়ের কাজ করা 'অসম্ভব'। দুয়ারে সরকার' কর্মসূচির শিবিরে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত কাজও চলছে। এই শিবিরের পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র এবং রেশন দোকান থেকেও গণবণ্টন ব্যবস্থা সংক্রান্ত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। মির্জা গালিব স্ট্রিটের দফতর থেকে এ বিষয়ে পদক্ষেপের জন্য জেলার খাদ্য ও সরবরাহ আধিকারিকরা নির্দেশ পেয়েছেন।
- Related topics -
- দেশ
- বাল আধার
- রেশন কার্ড