দেশে করোনা সংক্রমণের মাত্রা কমার পাশাপাশি দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, দাবি নির্মলা সীতারমণ-এর !

Thursday, November 12 2020, 11:53 am
দেশে করোনা সংক্রমণের মাত্রা কমার পাশাপাশি দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, দাবি  নির্মলা সীতারমণ-এর !
highlightKey Highlights

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেন, মারণ করোনা ভাইরাস-এর বিরুদ্ধে বিশ্ব তথা গোটা দেশ লড়ছে। কিন্তু এই করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এমনকি প্রতি বছর ১০ শতাংশ করে জিএসটি আদায় বেড়েছে। তাঁর ব্যাখ্যা, ‘সরকারের সংস্কারমুখী পদক্ষেপের কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যে কারণে, প্রতিকূল পরিস্থিতিতেও বেড়েছে বিদেশি বিনিয়োগ।’ অর্থমন্ত্রীর দাবি, ‘তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও বাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File