বেঙ্গালুরুর যানজট এড়াতে শহরেই চালু হেলিকপ্টার পরিষেবা

Thursday, September 29 2022, 10:23 am
highlightKey Highlights

বিমান যাত্রীদের জন্য সুখবর! ব্লেড ইন্ডিয়া বেঙ্গালুরু ট্রাফিককে হারাতে HAL থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার পরিষেবার ঘোষণা করেছে।


শুনতে অবাক লাগলেও সত্যি। এবার থেকে হেলিকপ্টারে চড়েই শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের বিমানবন্দর পৌঁছতে পারেন। আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’, বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (AHAL) বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে আগামী ১০ই অক্টোবর থেকে।

এইচ১২৫ ডিভিজি( The H125 DVG Airbus) এয়ারবাস হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। গাড়িতে চড়ে যে পথ অতিক্রম করতে ২ ঘণ্টারও বেশি সময় লেগে যেত, হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার পর সেই পথ যেতেই যাত্রীদের সময় লাগবে মাত্র ১২ মিনিট। এই পরিষেবার জন্য যাত্রীদের দিতে হবে ৩,২৫০ টাকা, তার উপর কিছু অতিরিক্ত করও ধার্য করা হয়েছে। সপ্তাহে পাঁচ বার এই হেলিকপ্টারটি এই পথে চালানো হবে। যে হেতু এইচএএল বিমানবন্দরটি কোরামঙ্গলা, ইন্দিরানগরের মতো জনপ্রিয় স্থান এবং আইটি পার্কের কাছাকাছি, তাই এই হেলিকপ্টার পরিষেবা বিশেষ করে কর্পোরেট যাত্রীদের জন্য বেশ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

Trending Updates

‘গ্লোবাল লোকেশন’ বিশেষজ্ঞদের মতে, এক বছরে বেঙ্গালুরুর এক জন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। যানজট এড়াতে এই নতুন হেলিকপ্টার পরিষেবা কতটা সফল হবে, তা সময়ই বলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File