Nepal Flood Landslide | নেপালে বন্যা, ভূমিধসে ভয়াবহ অবস্থা! মৃত্যু প্রায় ২০০ জনের, আহত শতাধিক

Monday, September 30 2024, 1:43 pm
Nepal Flood Landslide | নেপালে বন্যা, ভূমিধসে ভয়াবহ অবস্থা! মৃত্যু প্রায় ২০০ জনের, আহত শতাধিক
highlightKey Highlights

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১৯২ জন মারা গেছে, ৬৮ জন নিখোঁজ।


নেপালে গত চারদিনে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা। বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে নেপালের একাধিক এলাকা। ধস নেমেছে রাজধানী কাঠমান্ডুর একটি হাইওয়েতেও। রবিবার কাঠমান্ডুর দক্ষিণ অংশের একটি হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বন্যা ও ভূমিধসের জোড়া ফলায় এখনও পর্যন্ত নেপালে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। নিখোঁজ বহু। ফলে প্রাণহানি আরও বাড়তে বলেই আশঙ্কা। হাসপাতালে চিকিৎসা চলছে শতাধিক আহতের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File