Gujrat Rain | গুজরাটে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি! মৃত্যু অন্তত ২৯ জনের, ঘরছাড়া ২৩ হাজারেরও বেশি
Thursday, August 29 2024, 6:12 am
 Key Highlights
Key Highlightsগুজরাটে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি। যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
গুজরাটে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি। যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া হয়েছেন ২৩ হাজারেরও বেশি। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটের ১১টি জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়। রাজ্য এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, এবারে বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই এই বন্যা পরিস্থিতি।

 
 