Ahmedabad Plane Crash | দুর্ঘটিনার জেরে স্থগিত বিমান পরিষেবা, বাতিল একাধিক বিমান!
Friday, June 13 2025, 6:59 am
Key Highlightsভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে স্থগিত রাখা হল কলকাতা ও আহমেদাবাদ রুটে সমস্ত বিমান চলাচল।
গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান(ahmedabad plane crash)। দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার থেকে কলকাতা ও আহমেদাবাদ রুটে সমস্ত বিমান চলাচল স্থগিত রাখা হল। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আহমেদাবাদ থেকে কলকাতাগামী দুটি বিমান এবং আহমেদাবাদগামী বিকেল ৪টা ১০ ও রাত ৯টা ২৫ মিনিটের দুটি বিমান বাতিল করা হয়েছে। দুপুরে একটি বিমানকে কলকাতায় ফেরানো হয়েছে।
- Related topics -
- দেশ
- আমদাবাদ
- গুজরাট
- এয়ার ইন্ডিয়া
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান দুর্ঘটনা
- বিমান বাতিল
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা

