R G Kar | ‘আন্দোলন অরাজনৈতিক’ সাফ জানিয়ে ৫ দফা দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা

কলকাতায় জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা না হওয়ায় হতাশা।
আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবিতে অটল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা না হওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁরা। তিলোত্তমার ন্যায় বিচার, দুষ্কৃতীদের শাস্তি, সিপি বিনীত গোয়েলের অপসারণ, ডিসিপি নর্থ এবং ডিসিপি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা এবং হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা তাদের দাবি। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনকে অরাজনৈতিক বলে দাবি করেন এবং তাদের আন্দোলনকে রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।