Kuno National Park | কুনো জাতীয় উদ্যানে নয়া আকর্ষণ! ছাড়া হলো আরও পাঁচটি চিতা বাঘ!
Thursday, February 6 2025, 1:59 pm

বুধবার এই জাতীয় উদ্যানে এলো আরও পাঁচটি চিতা বাঘ। এই নিয়ে কুনো জাতীয় উদ্যানে বর্তমানে চিতার সংখ্যা দাঁড়াল ৭।
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বড় আকর্ষণ। বুধবার এই জাতীয় উদ্যানে এলো আরও পাঁচটি চিতা বাঘ। বন আধিকারিকরা জানিয়েছেন, অভয়ারণ্যে চিতাগুলিকে ছাড়ার আগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কড়া পর্যবেক্ষণের পরেই তাদের জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে কুনো জাতীয় উদ্যানে বর্তমানে চিতার সংখ্যা দাঁড়াল ৭। এর আগে গত বছর ৪ ডিসেম্বর দুটি পুরুষ চিতাকে জঙ্গলে ছাড়া হয়েছিল। এদিকে মঙ্গলবার পাঁচ বছরের দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা বীরা দুটি সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- মধ্যপ্রদেশ
- চিতাবাঘ
- ভ্রমণ