LAC | লাদাখে অনুশীলন করার সময় হড়পাবান! ভেসে মৃত্যুর আশঙ্কা ৫ জওয়ানের!

Saturday, June 29 2024, 6:29 am
highlightKey Highlights

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC-এর কাছে নদীতে হড়পাবানে ভেসে গিয়েছেন পাঁচ সেনা জওয়ান।


লাদাখে ৫ সেনা জওয়ানের মৃত্যুর আশঙ্কা। জানা গিয়েছে , লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC-এর কাছে নদীতে হড়পাবানে ভেসে গিয়েছেন পাঁচ সেনা জওয়ান। শনিবার ভোররাতে লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে একটি টি -72 ট্যাঙ্কে করে নদী পার হচ্ছিলেন সেনা-জওয়ানরা। সেই সময় জলস্তর বেড়ে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে ট্য়াঙ্কটি। জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতেই ডুবে যেতে থাকে ট্যাঙ্কটি।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File