Navratri | নবরাত্রিকে বারাণসীতে নিষিদ্ধ মাছ মাংস, বন্ধ থাকবে দোকান! ইদের দিন বিপাকে পড়তে পারেন মুসলিমরা

এই প্রথমবার বারাণসীতে নবরাত্রির দিনগুলোয় মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হল।
আগামীকাল থেকে শুরু হচ্ছে নবরাত্রি। শনিবার বারাণসী পুরনিগমের মেয়র অশোক কুমার তিওয়ারি ঘোষণা করেছেন, রবিবার থেকে নবরাত্রি শেষ হওয়া অবধি শহরের সব মাছ মাংসের দোকান বন্ধ রাখা হবে। এদিকে সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের পরব। দোকান বন্ধ থাকলে সেদিন আমিষহীন ঈদ কাটাতে হতে পারে মুসলিমদের। এদিকে বারাণসীর মেয়র জানিয়েছেন, সংখ্যালঘু এলাকাগুলিতেও এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।