Anji Khad Bridge | আরও একবার ইতিহাস গড়লো ভারতীয় রেল! ঝুলন্ত সেতুর উপর দিয়ে প্রথমবার গড়ালো রেলের চাকা
জম্মু ও কাশ্মীরে কেবল ব্রিজ, আঞ্জি খাদ সেতুর ওপর দিয়ে এই প্রথম রেলের ট্রায়াল রান সফল হয়।
ইতিহাস গড়লো ভারতীয় রেল। প্রথমবার ঝুলন্ত সেতুর উপর দিয়ে গড়ালো রেলের চাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রায়াল রানের একটি ভিডিয়ো পোস্ট করে জানান, জম্মু ও কাশ্মীরে কেবল ব্রিজ, আঞ্জি খাদ সেতুর ওপর দিয়ে এই প্রথম রেলের ট্রায়াল রান সফল হয়। জানা গিয়েছে, ২০২৫ এর জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই সেতুর রেল লাইন। উল্লেখ্য, কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত আঞ্জি খাদ সেতু ৪৮টি কেবল দ্বারা ঝুলে আছে। যার দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। নদী থেকে উচ্চতা হল ৩৩১ মিটার। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম সেতু।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলমন্ত্রী
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- জম্মু-কাশ্মীর