Kolkata Metro | সফল প্রথম ট্রায়াল রান! শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশে গড়ালো মেট্রো রেলের চাকা
সফল হল ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের প্রথম ট্রায়াল রান।
সফল হল ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের প্রথম ট্রায়াল রান। এদিন সকাল ১১ টা ২০ মিনিটে ট্রায়াল রান শুরু হয়। শিয়ালদা থেকে একটি মেট্রো রেক (এমআর ৬০৭) এসপ্ল্যানেডের উদ্দেশে রওনা দেয়, যা সকাল ১১ টা ৩১ মিনিটে পৌঁছায় এসপ্ল্যানেডে। অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১১ মিনিট লেগেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রায়াল রানে একেবারে ধীরগতিতে মেট্রো চালানো হয়েছে। যখন পরিষেবা চালু হবে, তখন চোখের নিমেষে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডে পৌঁছানো যাবে।