ফসলের দাম মেটাতে দেরি, নয়া কৃষি আইনে বেসরকারি সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা।

Wednesday, December 16 2020, 11:29 am
highlightKey Highlights

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল দিল্লি সীমানা। কেন্দ্রীয় সরকার ও কৃষকদের কয়েকটি সংগঠনের মধ্যে টানাপোড়েন চলছেই। এর মাঝেই এই আইনের অন্য রূপ দেখা গেল মধ্যপ্রদেশে। মান্ডির বাইরেই এই ফসল বিক্রি করেছিল ওই কৃষক। কিন্তু নির্ধারিত দিনের মধ্যে ফসলের দাম মেটায়নি ওই সংস্থা। খবর কানে যেতেই দ্রুত কড়া পদক্ষেপ করল প্রশাসন। সংস্থা সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২২ লক্ষ টাকা ওই কৃষককে অনলাইনে পাঠিয়ে দেয়। ২৫ হাজার টাকা অতিরিক্ত ফাইনও জমা করতে হয় তাঁদের। নয়া কৃষি আইন কার্যকর হওয়ার পর এটাই প্রখম ঘটনা, যেখানে বকেয়া মেটাতে দেরি হওয়ায় সংস্থাকে জরিমানা করল প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File