Machuabazar Fire | বড়বাজার অগ্নিকান্ডে কাঠগড়ায় অগ্নি নির্বাপন ব্যবস্থা, ১৪ প্রাণের দায় কার? উঠছে প্রশ্ন

Wednesday, April 30 2025, 6:27 am
highlightKey Highlights

দমকলের দাবি, হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় তা কোনও কাজই করেনি। আর এতেই উঠছে দমকল দফতরের সক্রিয়তা নিয়ে প্রশ্ন।


মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়ায় রাস্তার ধারে হোটেলে বিধ্বংসী আগুন লাগে। দুর্ঘটনায় প্রাণ হারায় ১৪ জন। ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এরপরই প্রশ্ন ওঠে হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থার গ্রহণযোগ্যতা সম্পর্কে। দমকল কর্মীদের দাবি অগ্নিকাণ্ডের সময় কাজ করেনি হোটেলের অগ্নিনির্বাপন ব্যবস্থা। উল্লেখ্য, সমস্ত বাণিজ্যিক বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক মতো অডিট করার দায়িত্ব দমকল দপ্তরের। সেই রুটিন অডিট করা হয়নি। নির্দিষ্ট সময় অন্তর মক ড্রিল করা হয়নি বলেও অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File