Tamil Nadu | তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত্যু অন্তত ৬ জনের

Saturday, January 4 2025, 8:11 am
highlightKey Highlights

তামিলনাড়ুর বাজি কারখানার বিস্ফোরণে ৬ জন নিহত। রাসায়নিক মিশ্রণের সময় দুর্ঘটনা। প্রশাসনের ব্যর্থতা প্রকাশিত।


তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু অন্তত ৬ জনের। সূত্রে খবর, আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে বিরুধ জেলার আপ্পাইয়ানাইকেনপট্টি গ্রামের সাত্তুর তালুকে। জানা গিয়েছে, বাজি তৈরি করার জন্য বিভিন্ন রাসায়নিক মেশাচ্ছিলেন শ্রমিকরা। তখনই বিস্ফোরণটি ঘটে। আশপাশের এলাকাতেও তীব্র শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছয় দমকলবাহিনী ও পুলিশ। দগ্ধ অবস্থায় ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরও কয়েকজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File