আন্তর্জাতিক

Kamala Harris | ট্রাম্পের পর কমলা হ্যারিসের ওপর হামলার ছক, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দপ্তরে চললো গুলি

Kamala Harris | ট্রাম্পের পর কমলা হ্যারিসের ওপর হামলার ছক, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দপ্তরে চললো গুলি
highlightKey Highlights

মঙ্গলবার মধ্যরাতে অ্যারিজোনার সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দপ্তরে গুলি চলার অভিযোগ ওঠে।

ডোনাল্ড ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস। মঙ্গলবার মধ্যরাতে অ্যারিজোনার সাদার্ন অ্যাভিনিউয়ের প্রিস্ট ড্রাইভের কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির প্রচার দপ্তরে গুলি চলার অভিযোগ ওঠে। এখানে ১৮ জন সদস্য মিলে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারের নানা গুরুত্বপূর্ণ কাজ করেন। বুধবার সকালে সেখানকার কর্মীরা দেখেন অফিসের সামনের জানলার কাচ ভাঙা। গুলির চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। যখন গুলি চলে তখন সেখানে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনও খবর নেই।