আন্তর্জাতিক

Turkey Fire | তুরস্কের হোটেলে বিধংসী আগুন! প্রাণ বাঁচাতে জানলা দিয়ে লাফ! মৃত্যু অন্তত ৬৬ জনের

Turkey Fire | তুরস্কের হোটেলে বিধংসী আগুন! প্রাণ বাঁচাতে জানলা দিয়ে লাফ! মৃত্যু অন্তত ৬৬ জনের
Key Highlights

তুরস্কে ভয়াবহ অগ্নিকান্ড! মৃত্যু অন্তত ৬৬ জনের! আরও ৫১ জন গুরুতর আহত হয়েছেন।

তুরস্কে ভয়াবহ অগ্নিকান্ড! মৃত্যু অন্তত ৬৬ জনের! আরও ৫১ জন গুরুতর আহত হয়েছেন। রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ১২তলা হোটেলটির রেস্তোরাঁর মেঝেতে প্রথম আগুন লেগেছিল। সেখান থেকে দ্রুত আগুন ভবনটির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণ বাঁচাতে বারান্দার রেলিং থেকে বিছানার চাদর বেঁধে উপরের তলা থেকে নীচে নামার চেষ্টা করেন। বহু মানুষ জানালা দিয়ে নীচে লাফও মারেন। এই ভাবে আগুন থেকে বাঁচতে গিয়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে ওই দুর্ঘটনার মুহূর্ত।