শহর কলকাতা

Hungerford Street Fire | হাঙ্গারফোর্ড স্ট্রিটের আবাসনে আগুন! কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা

Hungerford Street Fire | হাঙ্গারফোর্ড স্ট্রিটের আবাসনে আগুন! কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা
Key Highlights

শুক্রবার বেলায় হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে টি আগুন লাগে বলে খবর।

শহর কলকাতায় ফের অগ্নিকান্ড! শুক্রবার বেলায় হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে ছাদে আগুন লাগে বলে খবর। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জন। ওই আবাসনের বাসিন্দাদের বের করে আনা হয়েছে। কিন্তু ওই এলাকায় স্কুল এবং বেশ কয়েকটি হাসপাতাল থাকাও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে।