শহর কলকাতা

SSKM Hospital | SSKM হাসপাতালে অগ্নিকান্ড! আগুন লাগলো জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে!

SSKM Hospital | SSKM হাসপাতালে অগ্নিকান্ড! আগুন লাগলো জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে!
Key Highlights

জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন লাগে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীদের পরিবার।

SSKM হাসপাতালের জরুরি বিভাগে আগুন! জানা গিয়েছে, জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে আগুন লাগে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীদের পরিবার। যদিও হাসপাতালের ফায়ার ব্রিগেডই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন খুব বেশি ছড়াতে পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পর SSKM এর ইমার্জেন্সির সামনে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। তার সামনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। উল্লেখ্য, ২০২২ সালেই SSKM হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের পিছনের দিকে বিদ্ধংসী আগুন লেগেছিল। তার আগে ২০১৬ সালেও বড়সড় আগুন লেগেছিল SSKM হাসপাতালে।