Fire Breakout | ‘ছবা’র শো চলাকালীন অগ্নিকান্ড পিভিআরে, আতঙ্ক ছড়ালো নয়া দিল্লির সিলেক্ট সিলি মলে
Wednesday, February 26 2025, 5:01 pm
Key Highlightsসিনেমা চলার সময়েই হলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার বিকেলে নয়া দিল্লির সিলেক্ট সিলি মলে একটি সিনেমা হলে এই ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর।
বুধবার ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো নয়া দিল্লি। পিটিআই সূত্রে খবর, এদিন বিকেলে নয়া দিল্লির সিলেক্ট সিলি মলের একটি পিভিআর সিনেমা হলে চলছিল ভিকি কৌশল অভিনীত ‘ছবা’র শো। সিনেমা চলাকালীন হলের মধ্যেেই একটি কোণায় আচমকা আগুন লেগে যায়। বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে প্রবল আতঙ্ক ছড়িয়ে পরে মলে। সবাই দৌড়োনো শুরু করে এগজ়িট ডোরের দিকে। দ্রুত খালি করা হয় সিনেমা হল। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

