Disneyland | সাতসকালেই ডিজনিল্যান্ডে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকলো পার্কিং লট

Saturday, April 5 2025, 5:36 am
highlightKey Highlights

আনাহেইম ফায়ার ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল দশটা নাগাদ তাদের কাছে ডিজনিল্যান্ডে আগুন লাগার খবর আসে।


সাত সকালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমের ডিজনিল্যান্ড রিসর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ডিজনিল্যান্ডের পিক্সার পালস পার্কিংয়ে প্রথম এটটি গাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত পাশের গাড়িগুলিকেও গ্রাস করে। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ১২টি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত দমকল এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে ওই রিসর্ট এবং পার্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File