রাজ্য

Fire Accident | সাতসকালেই পুড়ে ছাই সন্তোষপুর স্টেশন লাগোয়া ঝুপড়ি, ব্যাহত শিয়ালদহ-বজবজ ট্রেন চলাচল

Fire Accident | সাতসকালেই পুড়ে ছাই সন্তোষপুর স্টেশন লাগোয়া ঝুপড়ি, ব্যাহত শিয়ালদহ-বজবজ ট্রেন চলাচল
Key Highlights

রবিবাসরীয় সকালে সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই স্টেশনের পাশে থাকা একাধিক ঝুপড়ি।

রবিবারে সাতসকালেই অগ্নিকান্ড। আজ সকাল সওয়া ৭ টা নাগাদ সন্তোষপুর স্টেশনে একটা অংশে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতিতে। পুড়ে ছাই হয় স্টেশন লাগোয়া একাধিক ঝুপড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এদিকে দুর্ঘটনার জেরে শিয়ালদহ বজবজ লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।