রাজ্য

Kolkata Fire | ফের অগ্নিকান্ড শহরে, সাতসকালে নারকেলডাঙায় কাগজের ফ্যাক্টরিতে লাগলো আগুন

Kolkata Fire | ফের অগ্নিকান্ড শহরে, সাতসকালে নারকেলডাঙায় কাগজের ফ্যাক্টরিতে লাগলো আগুন
Key Highlights

গতকাল হাওড়ার সাঁকরাইলের পর আজ ফের আজ শহর কলকাতায় অগ্নিকাণ্ড। সকাল সকাল কলকাতার নারকেল ডাঙায় আগুন লাগল।

গতকালের পর আজ ফের শহর কলকাতায় অগ্নিকান্ড। আজ সকাল ৬টা নাগাদ নারকেলডাঙার এক চারতলা বহুতলে আগুন লেগেছে। প্রচুর পরিমান কাগজের টুকরো মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হোস পাইপে করে জলও ছড়ানো হচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত বাড়তে থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি তদারকি করছেন পুলিশের একটি দল।