করোনার টিকাকরণ কেন্দ্রের খোঁজ দিতে ভারতীয়দের জন্য একটি নতুন ফিচার নিয়ে এল WhatsApp
Monday, May 3 2021, 11:36 am
Key Highlightsভারতে একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে Whatsapp, যার সাহায্যে ইউজারেরা তাঁদের নিকটবর্তী Covid-19 টিকাকরণ কেন্দ্রের সন্ধান করে নিতে পারবেন। একটি চ্যাটবোটের সাহায্যে WhatsApp-এর এই ফিচার কাজে আসবে এবং স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পার্টনার থেকে শুরু করে হেল্পলাইন একত্রিত হয়ে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে দিয়েই কোভিড টিকাকরণ কেন্দ্র খুঁজে দেবে ইউজারদের। সম্প্রতি একটি টুইট করে এই ডেভেলপমেন্টের কথা জানান WhatsApp-এর প্রধান উইল কাথকার্ট। ভারতে Covid-19 দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সাধারণ মানুষ যে কী পরিমাণ সমস্যার সম্মুখীন, তারই সুরাহার কথা বলে টুইটে এই WhatsApp ফিচারের ঘোষণা শুধুমাত্র ভারতীয় ইউজারদের জন্যই করেন কাথকার্ট।
- Related topics -
- কোভিড ১৯
- টেকনোলজি
- হোয়াটস্যাপ
- নতুন ফিচার

