Financial Action Task Force | ইডিকে প্রশংসা FATF এর! আর্থিক দুর্নীতি নিয়ে কী বলছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স?

প্যারিসস্থিত আন্তর্জাতিক সংস্থাটি বলছে, আর্থিক দুর্নীতি এবং তছরুপ দেখতে মডেল এজেন্সি হিসাবে উঠে এসেছে ইডি।
গোটা বিশ্বে অর্থপাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (Financial Action Task Force) বা এফএটিএফ নামক সংস্থা। বহুবার পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে এই সংস্থা। এবার ইডির ভূয়সী প্রশংসা করল প্যারিসস্থিত আন্তর্জাতিক সংস্থাটি। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বলছে, ভারতের শনাক্তকরণ, বাজেয়াপ্ত করা এবং সেই সম্পত্তিকে পুনরায় কাজে লাগানোর পদ্ধতিতে ইডি সবথেকে নিখুঁত। শুধু ইডি নয়, সার্বিকভাবে আর্থিক দুর্নীতি রুখতে ভারতের মডেলের প্রশংসা করেছে এফএটিএফ।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ইডি
