Budget 2024 | বাজেট পেশ করার আগে সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
আগামীকাল, বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন তিনি।
আগামীকাল, বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন তিনি। এই রিপোর্টে বলা হয়েছে, ভারতে চাকির চাহিদা মেটাতে অ-কৃষি ক্ষেত্রে ২০৩০ সাল পর্যন্ত টানা বার্ষিক ৭৮.৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে দেশে। চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৫ থেকে ৭ শতাংশ থাকতে পারে। অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়, গত ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে মূল্যস্ফীতির গড় হার ছিল ৬.৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই মূল্যস্ফীতির গড় হার কমে ৫.৪ শতাংশ হয়েছে।