৬৬তম ফিল্মফেয়ার পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করা হল, সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রয়াত ইরফান খান

Sunday, March 28 2021, 10:19 am
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করা হল, সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রয়াত ইরফান খান
highlightKey Highlights

৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম ঘোষিত হল। সেরা ছবি সহ ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিং-এর পুরস্কার পেল তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’। আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গতকাল, শনিবার রাতে এই অনুষ্ঠান হয়। গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। ক্যানসারের সঙ্গে লড়াই থামে তাঁর। না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী অভিনেতা। তাঁর শেষ ছবি আংরেজি মিডিয়াম। বাবার হয়ে শনিবার এই সম্মান গ্রহণ করেন অভিনেতার ছেলে বাবিল খান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File