FIFA World Cup 2026 | শুক্রে ফিফা বিশ্বকাপের গ্রূপ বিন্যাস, ফুটবল গ্রাউন্ডে প্রথমবার মুখোমুখি ৪৮টি দেশ

Thursday, December 4 2025, 4:52 pm
highlightKey Highlights

৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস শুক্রবার।


এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। প্রথমবার ৪৮টি দেশ নিয়ে ফিফা ৮০ ম্যাচের বিশ্বকাপ হতে চলেছে। ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। শুক্রবার গ্রুপ পর্বের বিন্যাস। ইতিমধ্যেই ৪২টি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করছে। বাছাই পর্বে খেলতে হবে ৬টি দলকে। প্রতিটি দল থেকে প্রতি গ্রুপে একটি করে দেশ খেলবে। এমনভাবে বিন্যাস করা হবে যাতে এই দলগুলি সেমিফাইনালে ওঠার আগে একে অপরের মুখোমুখি হবে না। আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাকে রাখা হয়েছে সর্বোচ্চ পটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File