ফিফা বিশ্বকাপ ২০২২-এ অবিশ্বাস্য হার ডেনমার্কের! শেষ ১৬-এ পৌঁছে গেল অস্ট্রেলিয়া

Wednesday, November 30 2022, 7:53 pm
highlightKey Highlights

ফিফা বিশ্বকাপ ২০২২-এ গ্রুপ পর্বে সবদিক থেকে এগিয়ে থাকা এরিকসনের দেশ ডেনমার্ককে হারিয়ে অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল।


প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অস্ট্রেলিয়ার কাছে। ডেনমার্কেরও বিরুদ্ধে এই ম্যাচটি জিততেই হত অস্ট্রেলিয়া কে। অন্যদিকে ডেনমার্কের ক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটি কিছুটা কঠিন ছিল কারণ এই ম্যাচে জয়লাভ করলেও তাদের ফ্রান্স বনাম টিউনিসিয়া ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হতো। 

১-০ গোলে জয়ের পর অস্ট্রেলিয়া নক-আউট পর্বের টিকিট নিশ্চিত করে নিল 

ডেনমার্কের বিরুদ্ধে জয়লাভের জন্য যে একটি মাত্র মূল্যবান গোল হয় অস্ট্রেলিয়ার সেই গোলটি করে রাইট উইঙ্গার ম্যাথু লেকি। অস্ট্রেলিয়া প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করে নিল। তবে ফিফা ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা ডেনমার্কের বিরুদ্ধে জয়লাভ করাটা অত্যন্ত কঠিন ছিল ফিফা ক্রমতালিকায় ৩৮ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার। বলাবাহুল্য এই ম্যাচে অস্ট্রেলিয়ানরা নিজেদের উজার করে দিয়েছিল। 

Trending Updates

৬০ মিনিটে রিলে ম্যাকগ্রির পাস থেকে গোল করে ম্যাথু লেকি। পুরো ম্যাচে ডেনমার্কের আধিপত্য থাকলেও অ্যাটাকিং লাইনের ব্যর্থতার ফলে অবশেষে পরাস্ত হয় তারা। অস্ট্রেলিয়া যেখানে ৪টি শট টার্গেটে রেখেছিল সেখানে ডেনমার্ক পুরো নিয়ন্ত্রণ নিয়েও প্রতিপক্ষের গোলে মাত্র তিনটি শট রাখতে সক্ষম হয়। ম্যাচে ৬৯ শতাংশ বল পজিশন ছিল ডেনমার্কের দখলে। ডেনমার্ক সারা ম্যাচে ৬৬৪টি পাস খেলে যার মধ্যে নির্ভুল পাস ছিল ৫৫০টি, অন্য দিকে, অস্ট্রেলিয়া ৩০৪টি পাস খেলে যার মধ্যে ১৯৫টি নির্ভুল ছিল। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা দাপট ছিল ম্যাচে ডেনমার্কের।

গ্রুপ 'ডি' দ্বিতীয় স্থানে শেষ করায় অস্ট্রেলিয়া প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রপ 'সি'-এর চ্যাম্পিয়ন দলের। গ্রুপ 'ডি'-এর চ্যাম্পিয়ন দল হওয়ার দৌড়ে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং সৌদি আরবিয়া। তবে, এই তিন দলের শক্তি যদি বিচার করা যায় তা হলে ফেভারিট আর্জেন্টিনা। সেক্ষেত্রে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গেলে অস্ট্রেলিয়াকে মুখোমুখি হতে হবে মেসির দেশের বিরুদ্ধে। সেই লড়াইয়ে নিশ্চিত ভাবেই চাপে থাকবে অস্ট্রেলিয়া। তবে, যে ভাবে তারা খেলছে তাতে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আশা করা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File