Ind vs Aus ODI | জেমাইমা জাদুতে বুঁদ ক্রিকেটমহল, কখানা রেকর্ড গড়লো ভারতের মেয়েরা?

রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে এই ম্যাচ। কোন কোন নজির তৈরি হলো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে?
এদিন অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের পাহাড় ধূলিসাৎ করেছেন জেমাইমারা। এই প্রথম বিশ্বকাপের নক-আউট পর্বের ম্যাচে ৩০০র বেশি রান তাড়া করে ম্যাচ জিতল কোনও দল। মেয়েদের ODI ম্যাচের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। ম্যাচে দুই দল মিলে তুলেছে মোট ৬৭৯ রান। মেয়েদের ODI বিশ্বকাপের ইতিহাসে দুই দলের ইনিংস মিলিয়ে এটাই সবচেয়ে বেশি রান। ২য় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচে সেঞ্চুরি জেমাইমা রদ্রিগেসের। এদিকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ফোব লিচফিল্ড (২২)।

