দেশ

Jammu-Kashmir | জ্বর, মাথা ব্যথা, বমিভাব-তারপরেই মৃত্যু! অজানা রোগে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন ১৭ জন!

Jammu-Kashmir | জ্বর, মাথা ব্যথা, বমিভাব-তারপরেই মৃত্যু! অজানা রোগে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন ১৭ জন!
Key Highlights

এখনও পর্যন্ত ঠিক কোন রোগে মৃত্যু হচ্ছে বা বাকিরা আক্রান্ত হচ্ছেন, তা ধরতে পারেননি চিকিৎসকেরা।

হঠাৎই জম্মু কাশ্মীরে ১৭ জনের মৃত্যু! কাশ্মীরের এক প্রত্যন্ত গ্রাম বাধালে আক্রান্তদের জ্বর, মাথা ব্যথা, বমিভাবের মতো প্রথমে নানা উপসর্গ দেখা দিয়েছে। এর পর ভর্তি হতে হয়েছে হাসপাতালে। তার পরেই মৃত্যু! এখনও পর্যন্ত ঠিক কোন রোগে মৃত্যু হচ্ছে বা বাকিরা আক্রান্ত হচ্ছেন, তা ধরতে পারেননি চিকিৎসকেরা। ২০২৪ সালের ডিসেম্বর থেকে পর্যন্ত ওই উপসর্গে ৩৮ জন আক্রান্ত হয়েছেন। কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্য দপ্তর ও বাকি দপ্তর গুলি এই মৃত্যুর আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।