New Town | থানায় শ্লীলতাহানি খোদ মহিলা পুলিশকর্মীর! দোলের দিন গ্রেফতার দুই মত্ত যুবক!

Saturday, March 15 2025, 12:16 pm
New Town | থানায় শ্লীলতাহানি খোদ মহিলা পুলিশকর্মীর! দোলের দিন গ্রেফতার দুই মত্ত যুবক!
highlightKey Highlights

থানায় খোদ মহিলা পুলিশকর্মীরই শ্লীলতাহানি! দোলের দিন ঘটনাটি ঘটেছে নিউ টাউনে।


থানায় খোদ মহিলা পুলিশকর্মীরই শ্লীলতাহানি! দোলের দিন ঘটনাটি ঘটেছে নিউ টাউনে। অভিযোগ, দোলের দিন সন্ধেবেলায় সংশ্লিষ্ট এলাকায় দুই যুবকের বিরুদ্ধে বেপোরাভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। এরপর পুলিশ ওই মদ্যপ যুবকদের আটক করে নিউ টাউন থানায় ধরে নিয়ে আসে। তাদের থানায় নিয়ে এলে সেখানে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তাঁকে অবাঞ্ছিতভাবে স্পর্শ করেন এবং তাঁর পরনের পোশাক পর্যন্ত খোলার চেষ্টা করেন! সঙ্গে সঙ্গে তৎপর হয়ে বাকি পুলিশকর্মী ও আধিকারিকরা ওই দুই মত্ত যুবককে গ্রেফতার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File