খেলাধুলা

Olympic 2024 | হিজাব পরার কারণে বর্ণবৈষম্যের শিকার! অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে 'বারণ' করা হলো মহিলা অ্যাথলিটকে

Olympic 2024 |  হিজাব পরার কারণে বর্ণবৈষম্যের শিকার! অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে 'বারণ' করা হলো মহিলা অ্যাথলিটকে
Key Highlights

ফ্রান্সের এক মহিলা অ্যাথলিটকে হিজাব পরার কারণে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে।

প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই টুর্নামেন্টকে ঘিরে বিতর্ক। জানা গিয়েছে, ফ্রান্সের এক মহিলা অ্যাথলিটকে হিজাব পরার কারণে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। সুনকাম্বা সিলা অভিযোগ করেছেন, আগামী শুক্রবার আয়োজিত অলিম্পিক্স টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে নাকি যেতে নিষেধ করা হয়েছে। ২৬ বছর বয়সি সুনকাম্বা এবারের অলিম্পিক্স টুর্নামেন্টে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনি ফ্রান্সের মহিলা এবং মিক্সড দলের সদস্য। এদিকে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি অলিম্পিক্স কমিটি।