Diamond Harbor | সরকারি হাসপাতালে ICCUতে ভর্তি থাকা কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানি! রাজ্যে রোগী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

Wednesday, February 26 2025, 12:02 pm
highlightKey Highlights

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ICCUতে ভর্তি থাকা কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ!


সরকারি হাসপাতালে ICCUতে ভর্তি থাকা কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ! ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার নেতড়া এলাকার বাসিন্দা ওই কিশোরীকে রাতেই ICCUতে ভর্তি করা হয়। তার পরিবার দেখা করতে এলে কিশোরী তাদের জানায়, বিনোদ পণ্ডিত নামের এক সাফাইকর্মী ওই কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানি করেছে। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সরকারি হাপাতালেও এই ঘটনা ঘটায় ক্ষোভ দেখা দিয়েছে। রোগী নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File