Fauja Singh | প্রয়াত বিশ্বের প্রবীণতম ম্যারাথন রানার ফৌজা সিং! ১১৪ বছরে ক্রীড়াবিদের মৃত্যু হয় রোগে নয়, দুর্ঘটনায়!

Tuesday, July 15 2025, 5:15 pm
highlightKey Highlights

প্রয়াত বিশ্বের প্রবীণতম ম্যারাথন রানার ফৌজা সিং। ১১৪ বছরে প্রয়াণ হল বিশ্ববন্দিত এই ক্রীড়াবিদের।


প্রয়াত বিশ্বের প্রবীণতম ম্যারাথন রানার ফৌজা সিং। ১১৪ বছরে প্রয়াণ হল বিশ্ববন্দিত এই ক্রীড়াবিদের। এতো বয়সে কোনও রোগ নয়, বরং দুর্ঘটনার জন্য মৃত্যু হলো ফৌজা সিংয়ের। জানা গিয়েছে, পঞ্জাবের জলন্ধরে নিজের বাড়ির বাইরেই একটি গাড়ি এসে ধাক্কা মারে ফৌজা সিংকে। দুর্ঘটনার পরই দ্রুত তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উল্লেখ্য, ম্যারাথনে নানা রেকর্ড গড়েছেন তিনি। ৯০ বছরে উর্ধ্ব ক্যাটেগরিতে ২০০৩ সালে লন্ডনে ৬ ঘণ্টা ২ মিনিটে এবং টরন্টোতে ৫ ঘণ্টা ৪০ মিনিটে ম্যারাথন কমপ্লিট করেন ৯২ বছরের ফৌজা সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File