Fastag | আর করতে হবে না টোলপ্লাজার লম্বা লাইনে অপেক্ষা, একটি পাসেই গোটা বছরের জন্য ফাসট্যাগ সার্ভিস!
Thursday, June 19 2025, 7:00 am
Key Highlightsআগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই নতুন বার্ষিক ফাসট্যাগ পাস পরিষেবা।
গোটা বছরের জন্য একসঙ্গে টাকা দিয়ে বুক করতে পারবেন ফাসট্যাগ সার্ভিস! বহুদিনের পরিকল্পনা অবশেষে বাস্তবে রূপায়িত হলো। আগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই নতুন বার্ষিক ফাসট্যাগ পাস পরিষেবা। এই পাস কেবল অবাণিজ্যিক ব্যক্তিগত যানবাহনের জন্যই পাওয়া যাবে। অর্থাৎ এই পরিষেবা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির জন্য উপলব্ধ। এই পাস অ্যাক্টিভেশনের তারিখ থেকে এক বছর বা ২০০টি যাত্রা পর্যন্ত সক্রিয় থাকবে। সেক্ষেত্রে যেটি আগে শেষ হবে, সেখানেই বন্ধ হয়ে যাবে পাসের পরিষেবা। এই পাস অ্যাক্টিভেশনের জন্য খরচ হবে তিন হাজার টাকা।
- Related topics -
- দেশ
- ভারত
- অর্থনীতি
- অর্থনৈতিক
- কেন্দ্রীয় সরকার

