Farmers Protest | রবিবার ফের ‘দিল্লি চলো অভিযানে’র ডাক পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের! নিরাপত্তায় মুড়ে ফেলা হলো শম্ভু সীমানা

Sunday, December 8 2024, 6:41 am
highlightKey Highlights

রবিবার ফের ‘দিল্লি চলো অভিযানে’র ডাক দিলেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একাংশ।


রবিবার ফের ‘দিল্লি চলো অভিযানে’র ডাক দিলেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একাংশ। ইতিমধ্যেই শম্ভু সীমানায় নিরাপত্তা আরও কড়া করেছে পুলিশ। উল্লেখ্য, কৃষি জমি সংক্রান্ত ৫ দফা দাবি নিয়ে গত গত শুক্রবার কৃষকরা ‘দিল্লি চলো অভিযানে’র জন্য এগোতে গেলে শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় তাঁদের। কার্যত দুর্গে পরিণত করা হয় ওই অঞ্চলকে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। চলে লাঠি। ৬ জন কৃষক অসুস্থ হয়েও পড়েন। এরপর শনিবার কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধের ঘোষণা করেন, ফের রবিবার তাঁরা মিছিল করবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File