Kolkata Metro | সিদ্ধান্ত বদল! আপাতত বাড়ছে না ব্লু লাইনের শেষ মেট্রোর ভাড়া
Tuesday, December 10 2024, 6:25 pm

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, ১০ ডিসেম্বর রাত থেকে ব্লু লাইনে শেষ স্পেশাল মেট্রোর পরিষেবা ভাড়া বাড়ানো হবে ১০ টাকা করে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, ১০ ডিসেম্বর রাত থেকে ব্লু লাইনে শেষ স্পেশাল মেট্রোর পরিষেবা ভাড়া বাড়ানো হবে ১০ টাকা করে। কিন্তু আপাতত বাড়ছে না শেষ মেট্রোর ভাড়া। তবে পরে এই ‘সারচার্জ’ কার্যকর করা হবে। উল্লেখ্য, যাত্রীদের সুবিধার জন্য সোম থেকে শুক্র রাত ১১টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। তবে আপ ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে। টিকিট থেকে রোজগার হচ্ছে ৬০০০ টাকা। ফলে লোকসান পোষাতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।