fake passport case । বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে রমরমিয়ে চলছে জাল পাসপোর্ট চক্র
Sunday, December 29 2024, 6:06 am

বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরি! মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও।
বেহালায় ট্রাভেল এজেন্সির মোড়কে চলছিল জাল পাসপোর্ট তৈরি। চলতো নকল আধার কার্ড বানানো। চক্রের চাঁইকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মনোজ গুপ্তা। ধৃতের কম্পিউটারেই বানানো হত জাল নথি। শনিবার রাতে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দলের বাকিদের খোঁজ পাওয়া গিয়েছে। রবিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে। পাসপোর্ট কাণ্ডে এটা কলকাতা পুলিশের সপ্তম গ্রেপ্তারি।