CDSCO | গ্যাস অম্বল ও অ্যান্টিবায়োটিকের জাল ওষুধ ঘুরছে বাজারে! সতর্ক করলো CDSCO! এই ওষুধ আপনি খান না তো?
Monday, December 30 2024, 1:33 pm
Key Highlightsকেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই দুটি ওষুধ হলো অ্যালকেমের গ্যাস অম্বলের ওষুধ প্যান ৪০ (প্যান্টোপ্রাজ়োল) এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইনের অ্যান্টিবায়োটিক অগমেন্টিন ৬২৫ ডুয়ো (অ্যামক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্ল্যাভুলানেট)।
বাজারে ঘুরছে দু’টি নামজাদা জনপ্রিয় ব্র্যান্ডের জাল ওষুধ! দুটি ওষুধই প্রতিদিন বহু মানুষ খেয়ে থাকেন। সম্প্রতি কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই দুটি ওষুধ হলো অ্যালকেমের গ্যাস অম্বলের ওষুধ প্যান ৪০ (প্যান্টোপ্রাজ়োল) এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইনের অ্যান্টিবায়োটিক অগমেন্টিন ৬২৫ ডুয়ো (অ্যামক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্ল্যাভুলানেট)। CDSCO জানিয়েছে, প্যান ৪০র ২৩৪৪৩০৭৪ এবং ৮২৪ডি০৫৪ ব্যাচের ওষুধগুলি জাল। পাশাপাশি CDSCO আরও ১১১টি ওষুধের গুণমান মানোত্তীর্ণ নয় বলে জানিয়েছে।

