Fake Medicine | বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ! বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড! আপনার ঘরে নেই তো এই ওষুধ?
Tuesday, March 11 2025, 7:39 am
Key Highlightsগত ফেব্রুয়ারিতে আমতায় হানা দিয়ে এক কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধের কারবারের সন্ধান পেয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড।
গত ফেব্রুয়ারিতে আমতায় হানা দিয়ে এক কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধের কারবারের সন্ধান পেয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। তবে সেখান থেকে বাজেয়াপ্ত হয় মাত্র ২০ লক্ষ টাকার ওষুধ। বাকি ওষুধ ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে। রিপোর্ট পাওয়ার পর ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্য ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, ছড়িয়ে পড়া জাল ওষুধের মধ্যে রয়েছে মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের ওষুধ। টেলমা নামক রক্তচাপের ০৫২৪০৩৬৭ ব্যাচের ওষুধই জাল হয়ে রাজ্যের খোলা বাজারে ছড়িয়ে পড়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- ওষুধ
- রক্তচাপ
- উচ্চ রক্তচাপ

