Gujarat Fake Doctor । মোদি রাজ্যে টাকা ফেললেই মিলবে ডাক্তারি সার্টিফিকেট! আজব কান্ড গুজরাটে

Friday, December 6 2024, 5:54 am
highlightKey Highlights

ভুয়ো ডিগ্রির চক্রের খোঁজ মিললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাস তালুক গুজরাটে। ৭০ হাজার টাকার বিনিময়ে বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিনের ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট চক্রের হদিশ পায় তারা।


ভুয়ো ডিগ্রির চক্রের খোঁজ মিললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাস তালুক গুজরাটে। পুলিশ জানিয়েছে, গোপনে খবর পেয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে হানা দেয় পুলিশ। ৭০ হাজার টাকার বিনিময়ে বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিনের ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট চক্রের হদিশ পায় তারা। এ ঘটনায় ১৪ জন ভুয়ো চিকিৎসক সহ গোটা চক্রের মাথা ডঃ রমেশ গুজরাটিকেও গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, তার কাছ থেকে ডেটাবেসে ১,২০০ ভুয়ো আবেদনপত্র, ভুয়ো সার্টিফিকেট ও স্ট্যাম্পের হদিস মিলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File