ফেসবুকের নয়া সিদ্ধান্ত, অস্ট্রেলিয়ায় বন্ধ হল খবর পোস্ট
Friday, February 19 2021, 6:41 am
Key Highlightsদেশীয় সংবাদ সংস্থাগুলির বিজ্ঞাপন থেকে আয় কমছে এবং বিজ্ঞাপন থেকে তাদের আয় হচ্ছে আকাশছোঁয়া। ফেসবুক কর্তৃপক্ষ জানালেন, সে দেশের মিডিয়া সংক্রান্ত নয়া প্রস্তাবিত আইনের জবাবে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর উইলিয়াম এস্টন আজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সংবাদ প্রকাশনা সংস্থাগুলি এবং অস্ট্রেলিয়ার গ্রাহকেরা ফেসবুকে কোনও খবরের লিঙ্ক শেয়ার করতে পারবেন না, খবর পড়তে পারবেন না। পাশাপাশি অন্য দেশেও ফেসবুকে অস্ট্রেলিয়ার খবর দেখতে পাওয়া যাবে না।