এবার হোয়াটসঅ্যাপ চ্যাট-কে পিডিএফ-এ রূপান্তরিত করা যাবে। কিন্তু কিভাবে?
Tuesday, June 1 2021, 8:16 am

বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সার্ভিস হল হোয়াটসঅ্যাপ। এই প্লাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত থেকে অফিসিয়াল আলোচনা সব কিছুই হয়। আমাদের দেশে প্রায় ৪০ কোটিরও বেশি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটকে পিডিএফ-এ রূপান্তরিত করতে প্রথমে চ্যাট এ গিয়ে ডানদিকে ওপর থাকা ৩ টি ডট-এ ক্লিক করতে হবে, সেখানে 'more' অপশনটিকে নির্বাচন করতে হবে। এরপর 'Export Chat' সিলেক্ট করে .txt ফাইলে চ্যাট ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে কম্পিউটারে খুলতে হবে এবং পিডিএফ-এ সেভ করতে হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- হোয়াটস্যাপ
- সোশ্যাল মিডিয়া