রাশিয়ার দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরণ কাবুলে, নিহত হয়েছেন দুই রুশ কূটনীতিক

Monday, September 5 2022, 1:41 pm
highlightKey Highlights

ভয়াবহ বিস্ফোরণের কবলে কাবুলের দারুল আমান এলাকা। জানা গিয়েছে রুশ দূতাবাসকে লক্ষ্য করে করা হয় হামলা।


সোমবার কাবুলের দারুল আমান এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রুশ দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। বিস্ফোরণে দুই রুশ কূটনীতিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

কাবুলের নিরাপত্তা আধিকারিক বা আফগান প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকী এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। তবে তালিবান কাবুল দখল করার পর থেকে আফগানিস্তানে আইএসের হামলা বেড়ে গিয়েছে।

গত সপ্তাহের শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মসজিদে এই বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন। ২১ জন আহত হয়েছেন। এই হামলায় মসজিদের ইমাম মাওলাবি মুজিব রহমান আনসারি নিহত হন। তালিবান শাসিত স্থানীয় প্রশাসন জানায়, জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তালিব প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে হেরাত প্রদেশে মসজিদে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, এই হামলার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তি দেওয়া হবে।

এক বছর আগে ২০২১ সালে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, ৩১শে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তারপর আফগানিস্তানের একের পর এক শহর তালিবানের হেফাজতে চলে যায়। ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করে নেয়। কিন্তু ৩১শে আগাস্ট পর্যন্ত কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে ছিল। মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছেড়ে দেওয়ার পর সমস্ত আফগানিস্তান তালিবান দখল করে। সেই সময় তালিবান শাসনের ভয়ে বহু আফগান নাগরিক একাধিক দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File