Luka Modric | রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ!
Thursday, May 22 2025, 4:27 pm
Key Highlightsক্লাব ওয়ার্ল্ড কাপের পরেই রিয়াল ছাড়তে চলেছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা এবারের মরশুমে ট্রফিহীন রিয়াল মাদ্রিদ। ক্লাব ছেড়েছেন কোচ কার্লো আন্সেলোত্তি, দায়িত্ব নিচ্ছেন রিয়ালের প্রাক্তনী কোচ খাবি আলোন্সো। তারই মধ্যে দুঃসংবাদ। এবার রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। এদিন ইন্সটাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে রিয়াল তারকা লিখলেন, ‘চাইনি এই মুহূর্তটা আসুক। কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু এবং শেষ থাকে। সান্তিয়াগো বের্নাব্যুতে শনিবারই শেষ ম্যাচ খেলব আমি।..’ রিয়ালের হয়ে ২৮টি ট্রফি জিতেছেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - খেলাধুলা
 - রিয়্যাল মাদ্রিদ
 - ফুটবলার
 - ফুটবল লেজেন্ড
 - ফুটবল
 - অবসর
 

 